
নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগকে অপেক্ষাকৃত সুন্দর করে সাজাতে এবং দলের অভ্যন্তরে বিতর্কিতদের বাদ দিয়ে তৃণমূল পর্যায়ে সম্মেলনের নির্দেশনা দিয়েছেন দলের প্রধান শেখ হাসিনা। কেন্দ্রের নির্দেশনা পেয়ে দেশের প্রতিটি ওয়ার্ড থেকে সম্মেলনের কাজ চালিয়ে যাচ্ছে সংগঠনটি। সুযোগ পেয়েই যারা দলের কর্মীদের জন্য ভূমিকা রাখতে পারেনি তাদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব বাছাই করছেন তৃণমূলের নেতাকর্মীরা। তবে সাবেক ছাত্রনেতা যারা দলের জন্য কাজ করেছেন এবং পরিচ্ছন্ন তাদের নেতা বানাতে মরিয়া কর্মীরা এমনটাই জানিয়েছেন উপজেলা পর্যায়ের নেতারা। বলতে গেলে অনেকটা তরুন নেতৃত্বে দিকে ঝুঁকছে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা।
তৃণমূলের নেতাকর্মীদের মনের অবস্থা বুঝতে পেরে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নে আওয়ামী লীগের সভাপতি প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেছেন সাবেক কক্সবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: রিয়াদ।

তিনি বলেন, দীর্ঘ দিন ছাত্র রাজনীতি করেছি। কখনো কোন লোভ আমাকে স্পর্ষ করতে পারেনি। ভবিষ্যতেও নিজেকে লোভের উর্ধ্বে রেখে কাজ করতে বদ্ধ পরিকর আমি। দলের নেতাকর্মীরা যদি আমাকে যোগ্য মনে করে নির্বাচিত করেন তবে আমি তাদের বিশ্বাসের প্রতিদান দেয়ার চেষ্টা করবো।
সাবেক ছাত্রলীগের এ নেতা বলেন, আমি মনে করি আমার চেয়ে অনেক যোগ্য লোক দলে রয়েছেন। আমি সবাইকে সম্মান করে বলছি দলের প্রয়োজনে যেকোন দায়িত্ব দেয়া হলে আমি সততার সাথে পালন করবো। অতীতে যারা দায়িত্ব পালন করেছেন তাদের চেয়ে ভাল কিছু করার চেষ্টা করবো। তৃণমূলের উপেক্ষিত কর্মীদের পাশে থেকে তাদের জন্য কাজ করবো।

এদিকে কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছেন, তৃণমূলকে সাবেক ছাত্রনেতাদের দিয়ে সাজানো হবে। কোন বিতর্কিত লোককে দলের মূল দায়িত্বে আনা হবে না। সেক্ষেত্রে রিয়াদের সম্ভবনাকে উড়িয়ে দেয়া যাচ্ছে না।
উল্লেখ্য, মো: রিয়াদ বর্তমানে কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পালন করছেন। জীবনের শুরুতে খুরুশকুল উচ্চ বিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক, খুরুশকুল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্নসাধারন সম্পাদক, কক্সবাজার সদর উপজেলা ছাত্রলীগের সদস্য, কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি এবং পরে যুগ্ন আহবায়কের দায়িত্ব পালন করেন।

এছাড়া, খুরুশকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্হাপনা কমিটির সভাপতি, সামাজিক সংগঠন বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিষ্ট ফোরাম ( বোয়াফ) এর যুগ্ন আহবায়কের দায়িত্ব পালন করছেন ।
তার পিতা মোস্তাক আহমদ খুরুশকুল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও বাংলাদেশ শিক্ষক সমিতি কক্সবাজার জেলা শাখার সভাপতি ছিলেন ও আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন।