
পুরো বিশ্ব আজ থমকে গেছে করোনা ভাইরাসের প্রভাবে । বিশ্বব্যাপী একাই রাজত্ব চালাচ্ছে করোনা ভাইরাস । একে একে ২১০ টি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাসের সংক্রমন । বাদ পড়েনি বাংলাদেশও। পরিসংখ্যান বলছে, সুস্থ্যের চেয়ে দেশে মৃতের সংখ্যাই বেশি । এভাবে চলতে থাকলে দেশ অচিরেই মৃত্যুপুরীতে পরিণত হবে ইউরোপ আমেরিকার মত। রাস্তাঘাটে পড়ে থাকবে লাশ । অন্যান্য দেশে লাশের সৎকার, দাফন হচ্ছে তাও । কিন্তু আমাদের কপালে তাও জুটবে না। আসুন এখনো সময় আছে করোনাভাইরাসের ভয়বহতা উপলব্দি করি।
আমরা কি লকডাউন মানছি?
সম্প্রতি দেখা যাচ্ছে মানুষ কারনে অ-কারনে রাস্তাঘাট, বাজার-বন্দর, এমন কি এক কাপ চা’য়ে চুমুক দেওয়ার জন্য ঘরের বাহির হচ্ছে। আড্ডা দিচ্ছে ঘন্টার পর ঘন্টা। আবার এলাকার পাড়ায় পাড়ায় বৈকালিক আড্ডা জমাচ্ছে অনেকেই, সাথে আড্ডা আরেকটু জমাতে বিড়িতে ফুক তো মারছেই। না আছে তাদের ভয় না আছে উপলব্ধি এবং না আছে দেশের আইনের প্রতি শ্রদ্ধা।আবার কেহ নিজের ব্যবসা চাঙ্গা করার জন্য ব্যস্ত! কেহ আবার মুখে মাস্ক পরাটাকে বেছে নিয়েছে পুলিশের সাথে লুকোচুরি।
কবে হবে আমাদের বোধদয়?
সরকার ও জনপ্রতিনিধিদের বর্তমান প্রদক্ষেপ অবশ্যই প্রশংসনীয়। দেশের এই দূর্যোগে যারা রাজনীতি খুজেন, আপনি আর যাই হন প্রকৃত দেশ প্রেমিক না। পরিশেষে বলব আসুন আমরা নিজে সচেতন হই, অন্যকে সচেতন করি। ঘরে থাকি নিরাপদে থাকি। ঘরে বসে আল্লাহর ইবাদত করি। এই মহামারী থেকে বাঁচতে মহান আল্লাহপাক রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা, দোয়া, ইস্তেগফার করি।
এম কফিল উদ্দিন বাহাদুর
সম্পাদক-
আমাদের পেকুয়া নিউজ ডট কম।