
নিজস্ব প্রতিবেদক, কুতুবদিয়া:
কক্সবাজারের কুতুবদিয়ায় করোনার স্যাম্পল রিপোর্টের মধ্যে কৃষি কর্মকর্তাসহ ৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। শনিবার (২৭ জুন) রাত ৯ টার দিকে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে এ তথ্য জানানো হয়। শনাক্ত হওয়া রোগীরা হলেন: উত্তর ধূরুং ইউনিয়নের মসজিদ পাড়া এলাকার ফয়সাল (২৫) পীং আবুল কালাম, জহির আলম (৪০) পীং মৃত ডাবের আহমদ, মাহমুদুল্লাহ (৫৫) পীং জিয়াবুল হক, ফজল কাদের (৩৫) পীং নুরুল ইসলাম ছাড়াও কৈয়ারবিল ৭ নং ওয়ার্ডের খোকন (৩০) পীং আমান উল্লাহ এবং কুতুবদিয়া উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা শ্যামল দে।
এব্যাপারে, কুতুবদিয়া করোনা প্রতিরোধ কমিটির আহবায়ক ডাঃ জায়নুল আবেদীন ওই ৬ জন করোনা রোগীও হোম কোয়ারান্টাইনে আছে বলে নিশ্চিত করেন।
এদিকে উপজেলার উত্তর ধূরুং ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ কবির আহমদ অপর দুই মহিলা জোসনা বেগম ও হোসনে বেগমসহ তিনজনকে উন্নত চিকিৎসার জন্য চকরিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ তিন করোনা রোগীদের যাবতীয় যাতায়াতের খরচ বহন করেন কুতুবদিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) দিদারুল ফেরদৌস।
উল্লেখ্য, এ পর্যন্ত কুতুবদিয়ায় করোনা রোগী শনাক্ত ৪৫ জন। এদের মধ্যে সুস্থ হয়েছে ৭ জন এবং চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন ১ জন।