
নিজস্ব প্রতিবেদক, কুতবদিয়া:
আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ এর চেয়ারম্যান, চট্টগ্রামের জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার শায়খুল হাদিস, শেরে মিল্লাত আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমী (৭৮) আজ বিকাল ৫ টায় বাসায় অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহী রা’জিউন)। তিনি স্ত্রী, ৫ ছেলে এবং অসংখ্য গুণাগ্রাহী রেখে যান। হুজুরের ইন্তেকালে সুন্নি জনতা একজন সর্বোচ্চ অভিভাবককে হারিয়েছেন। একই সাথে সুন্নি অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা অপূরণীয়। তার মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা এবং শোকাহত স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার কুতুব আউলিয়া শামসুল উলুম আজিজিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি মৌলানা আজিজুল হক সিদ্দিকী।
আগামী মঙ্গলবার (৮ জুলাই) বাদে জোহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা ময়দানে হুজুরের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এর পর মাদ্রাসার পাশে তাঁকে দাফনের কথা রয়েছে।