
বাঙালির হৃদয়ে উঠেছে আজ নিঃশব্দ হুংকার
মর্মছেঁড়া বেদনার সুর বাজছে আজ চতুর্দিকে,
পনেরো আগস্ট শোকাবহ সেই দিন
যে দিন কাপুরুষেরা স্বাধীনতার স্বাদ করেছিল ফিঁকে।
বঙ্গবন্ধুর বুকচেরা রক্তের সেই প্রথম প্রহর
আকাশে বাতাসে ভাসছিলো যেন অশ্রুর জল,
প্রত্যুষের সূর্যোদয়ে অভিশপ্ত দিন
গাছের পাতার সঙ্গে শোক ঝরিয়া ছিলো অনর্গল।
নিমকহারাম নরাধমেরা উদ্ধত অস্ত্র হাতে
জন্ম দিয়েছিল ইতিহাসের পাতায় নিকৃষ্ট এক কালো দিন,
তবুও তারা মুছে দিতে পারেনি
বঙ্গবন্ধু রয়ে যাবে বাঙালির হৃদয়ে চিরদিন।
মুক্তির শিখায় জ্বলে ওঠা মাহেন্দ্রক্ষণ
কাপুরুষের দল তা ঘুরিয়ে দেয় এক নিমিষে,
চক্রান্ত আর বিশ্বাসঘাতকতায় চরমভাবে
বাংলার আকাশ বাতাস করে দিয়েছিল বিষিয়ে।
কণ্টকিত দুর্গম পথ বাকি আছে আজও
থেমে যেওনা হে সাহসী যুদ্ধারা,
এগিয়ে চলো লাল-সবুজের পতাকা হাতে নিয়ে
বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে হৃদয়ে।
লেখক-
শিলখালী, পেকুয়া, কক্সবাজার।