
বিনোদেন ডেস্ক:
সুশান্ত সিং রাজপুতের সঙ্গে রিয়ার বিয়ের কথা ছিল ফাইনাল। ২০১৯ এর শেষেই তারা বিয়ে করতে চলেছেন এমনটাই খবর যখন ভাইরাল, তখনই সুশান্তের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালেন রিয়া চক্রবর্তী। এমনই জল্পনায় রোষের মুখে রিয়া চক্রবর্তী এবার জেরার মুখে।
রোববার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় রিয়াকে নিয়ে যাওয়া হয়েছে এনসিবিতে। পরিস্থিতি নিয়ে মুখ খুলে কী জানালেন তিনি?
রিয়া চক্রবর্তীর কথায়, ভালোবাসা পাপ নয়। তিনি ভালোবেসে ছিলেন, তার খেসারত আজ দিতে হচ্ছে তাকে। সব রকমের পরিস্থিতির জন্যই নাকি নিজেকে তৈরি করে রেখেছেন তিনি।
এদিকে রোববার চারজনকে সামনে বসিয়ে জেরা করতে চলেছে এনসিবি। যেখানে সাফ ইঙ্গিত মিলছে, রিয়ার গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা। মাদক চক্র নিয়ে একাধিক প্রশ্ন করা হবে, সুশান্তের ড্রাগ নেওয়া নিয়েও প্রশ্নের মুখে পড়তে হবে এদিন রিয়া চক্রবর্তীকে।