
বিশেষ প্রতিবেদক:
পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের সহযোগিতায় ৭৪২ জন জেলে পরিবারের মাঝে ৩০ কেজি করে সরকারিভাবে চাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে মগনামা ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে প্রতিজন জেলেদের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিম।
ইউপি চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিম বলেন, আমার মগনামা ইউনিয়নের জন্য ২২.২৬ টন চাল বরাদ্ধ দিয়েছে সরকার। সরকারের পক্ষ থেকে মগনামা ইউনিয়নে ৭৪২ জন জেলে পরিবারের আর্থিক দুঃখ লাগবে এ চাল বরাদ্ধ দেয়া হয়েছে। বরাদ্ধকৃত এ চাল নবাগত ইউ এন ও সাহেবের সহযোগীতায় ত্বরিৎ গতিতে উপকারভোগীদের মাঝে তুলে দিতে পেরেছি। টেক অফিসার কামাল পাশার উপস্থিতিতে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে এসব চাল বিতরণ করা হয়েছে। এর আগে পুষ্পমাল্য দিয়ে নবাগত ইউ এন ও মোতাছেম বিল্লাহকে বরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ইউপি সচিব অনিল কান্তি সুশীল,মৎস্য অফিসের প্রতিনিধি লীফ মোহাম্মদ আব্বাস উদ্দিন, ইউপি সদস্য , খোরশেদ আলম, নুর মোহাম্মদ বদ,নুর মোহাম্মদ মাদু, জাইদুল হক, পিআইও অফিসের সহকারি মোঃ শামিম ও চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারি নেজামুল ইসলাম মুজাহিদ প্রমুখ।