
নিজস্ব প্রতিবেদকঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে পেকুয়া উপজেলার টইটং ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে ঝাকঝমকপূর্ণভাবে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। তৎমধ্যে বৃহস্পতিবার সকাল ৯টায় টইটং এর প্রধান সড়কে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কামাল হোসাইন ও উপজেলা ছাত্রলীগের গণশিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ বাহাদুরের নেতৃত্বে র্যালি ও সকাল ১১টায় বৃক্ষরোপণ কর্মসূচি শেষে দুপুরে সকল নেতাকর্মী নিয়ে প্রীতিভোজ সম্পন্ন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পেকুয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি কফিল উদ্দিন বাহাদুর।
বিশেষ অতিথি ছিলেন, পেকুয়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আজগর আলী, দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা, টইটং উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম, আওয়ামীলীগ নেতা মুনির চৌঃ, উপজেলা ছাত্রলীগের সহ- সভাপতি জাকারিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রশিদ, মগনামা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মনছুর আলম নানক, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা তৌহিদ কামাল চৌঃ, টইটং ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি জাহাঙ্গীরআলম নয়ন, ছাত্রলীগনেতা মিনার, শালিক, ছোটন, নুরুল ইসলাম, জাহেদ, করিম, জুয়েল, ওসমান গণি শুভ, ২নং ওয়ার্ড সভাপতি সোহেল, ১নং ওয়ার্ড সভাপতি রেজাউল, ৯নং ওয়ার্ড সভাপতি মোঃ হারুন, সেক্রেটারি মোঃ ফারুক সহ অসংখ্য নেতৃবৃন্দ।