
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে
কমর উদ্দিন আহমদের শুভেচ্ছা অভিনন্দন
নিজস্ব প্রতিবেদক, চকরিয়াঃ
স্বাধীন বাংলাদেশে ‘৭৫ পরবর্তী সময়ে ইতিহাসের সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন ২৮ সেপ্টেম্বর। দিবসটি উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ যথাযোগ্য মর্যাদার সঙ্গে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করবে।
কেন্দ্রীয় কর্মসূচির প্রতি শ্রদ্ধা জানিয়ে আওয়ামীলীগ সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক, কক্সবাজার জেলা পরিষদের সদস্য এবং চট্টগ্রামস্থ চকরিয়া সমিতির তিনবার নির্বাচিত সভাপতি লায়ন আলহাজ কমরউদ্দিন আহমেদ।
কমরউদ্দিন আহমদ বলেন, বিশ^ মানবতার বিস্ময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংগ্রামী, সাহসী। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতাবিরোধী ঘাতকচক্রের হাতে সপরিবারে নির্মমভাবে নিহত হন। মা, বাবা, ভাইসহ আপনজনদের হারানো বেদনা বুকে ধারণ করে বাংলাদেশকে এগিয়ে নিতে কাজ করছেন। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে গ্রেনেড হামলাসহ বহুবার শেখ হাসিনার ওপর হামলা হয়েছে। মহান আল্লাহর অশেষ রহমতই তাকে সব বিপদ থেকে রক্ষা করেছে। ’
জন্মদিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করে বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালি জাতি পেয়েছে স্বাধীনতা আর শেখ হাসিনার নেতৃত্বে বাঙালি জাতি এগিয়ে যাচ্ছে বঙ্গবন্ধুর আজীবন লালিত স্বপ্ন সুখী-সমৃদ্ধ ‘সোনার বাংলা’ গড়ার পথে।
জানা গেছে, ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়ায় জন্মগ্রহণ করেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তিনি বাবা-মায়ের প্রথম সন্তান। পিতা শেখ মুজিবুর রহমান তখন জেলে বন্দি, রাজরোষ আর জেল-জুলুম ছিল তার নিত্য সহচর। শেখ হাসিনা গ্রামবাংলার ধুলোমাটি আর সাধারণ মানুষের সঙ্গেই বেড়ে উঠেছেন। গ্রামের সঙ্গে তাই তার নিবিড় সম্পর্ক। শেখ হাসিনার শিক্ষাজীবন শুরু হয় টুঙ্গীপাড়ার এক পাঠশালায়।