
প্রেস বিজ্ঞপ্তি :
গতকাল বিকাল ৫ ঘটিকার সময় আছরের নামায আদায় করে বাড়ি ফিরার পথে স্থানীয় সন্ত্রাসীরা পরিকল্পিত ভাবে ধারালো অস্ত্র- শস্ত্র সজ্জিত হয়ে বাংলাদেশ ছাত্রলীগ, কক্সবাজার সদর উপজেলা শাখার সংগ্রামী সভাপতি কাজী তামজিদ পাশার উপর হামলা করে।
হামলার প্রতিবাদে সন্ধ্যা ৭টায় বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক মোরশেদ হোসাইন তানিম এর নেতৃত্বে মিছিল পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি ও পৌর মেয়র জননেতা মুজিবুর রহমান ও কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোরশেদ হোসাইন তানিম ও সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুন্না চৌধুরী। এতে উপস্থিত ছিলেন খুরুশকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জননেতা জসিম উদ্দিন, জেলা যুবলীগ নেতা হুমায়ুন কবির হিমু, ডালিম বড়ুয়া, শাহেদ মোঃ ইমরান, আলীম উদ্দিন, মুবিনুল হক মুবিন, রিগান, খুরুশকুল ইউনিয়ন যুবলীগের সভাপতি কাজী দিদার ও সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন, খুরুশকুল ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক আব্দু শুক্কুর, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জাহানঙ্গীর আলম, যুগ্ম সম্পাদক- বোরহান উদ্দিন খোকন, সাংগঠনিক সম্পাদক – আব্দুল মজিদ, প্রচার সম্পাদক আলিপ জামান শুভ,উপ তথ্য ও গবেষণা সম্পাদক ইফতেখার উল হাসান, সহ-সম্পাদক – কফিল উদ্দিন, সদস্য – শহীদুর রহমান বাবু, সদস্য এবি রায়হান, তামজিত ওয়াহেদ লোটাস, সদস্য – রাহাত উদ্দিন বাপ্পী। সদর ছাত্রলীগের সহ-সভাপতি রমজান আলী জিতু, তৌহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এখলাছ, ফয়সাল, সদর ছাত্রলীগ নেতা আইয়ুব আলী, ইসমাইল মিয়াজী, রেজাউল করিম, রায়হান উদ্দিন, ফারুক শিকদার, তানভীর, বাবু, ইমরান, বাপ্পি। শহর ছাত্রলীগের সভাপতি হাসান ইকবাল রিপন, কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাধারন সাখাওয়াত হোসেন, সিটি কলেজ ছাত্রলীগের সভাপতি জাহেদ সিকদার রুবেল, পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক রাজিবুল হক রাজু, আইন কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফখর উদ্দীন, সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রমজান আলী জিতু, সহ অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবাদ শেষে বক্তারা বলেন আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করা না হয় কক্সবাজার জেলা ছাত্রলীগের উদ্দেগে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা দেয়া হবে অন্যতায় এর দায়ভার স্থানীয় প্রসাশনকে নিতে হবে।