
নিজস্ব প্রতিবেদকঃ
সাবেক কক্সবাজার জেলা আওয়ামীলীগ ও আইনজীবী বারের প্রয়াত সাবেক সভাপতি অ্যাডভোকেট এ.কে. আহমদ হোছাইনের সুযোগ্য সন্তান, তরুণ আইনজীবি ও গবেষক জনাব ইকবাল হোছাইন দেশের সর্ব বৃহৎ আইন সংগঠন বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নির্বাচিত হয়েছেন। গত ১১ মে অনুষ্ঠিত বর্ধিত সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয় ।
প্রসঙ্গগত তিনি বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কক্সবাজার জেলা শাখার সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি । এছাড়াও শিক্ষা জীবনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়স্থ উখিয়া স্টুডেন্ট এসোসিয়েশনের প্রতিষ্ঠা সভাপতি হিসবে ছিলেন এবং বর্তমানে আওয়ামী সাংস্কৃতিক ফোরামের কক্সবাজার জেলার সহ-সভাপতি হিসবে আছেন ।
মুঠোফোনে আলাপ কালে তিনি বলেন ,
সর্বপ্রথমে আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্য-নির্বাহী সংসদের সহ-সভাপতি নির্বাচিত করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’কে কৃতজ্ঞতা জানাই। সেই সাথে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্য-নির্বাহী সংসদের সভাপতি এ্যাড.শহিদুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক এ্যাড. জিয়াউল হক চৌধুরী বাবুকে ।
আইনজীবীরা দেশের জন্য গুরত্বপূর্ন ভূমিকা রাখে আমরাও বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের মাধ্যমে প্রতিটি আইনের ছাত্রদের বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তুলার চেষ্টা করব প্রতিনিয়ত। দায়িত্ব পালনে সকল আইনের শিক্ষার্থী, শিক্ষানবিশ আইনজীবী এবং আইনজীবী সহ আইনশৃঙ্খলা বাহিনী সহায়তা পাব বলে আশা করি এবং সুষ্ঠভাবে দায়িত্ব পালনের জন্য সমগ্র দেশবাসীর কাছে দোয়া কামনা করছি।