
ডেস্ক নিউজ:
মহেশখালীর মাতারবাড়ী থেকে ৬০ লিটার বাংলা মদসহ দুইজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন- ওই এলাকার হাবিবুর রহমানের ছেলে ইস্তাফিজুর রহমান (৩৫) ও তার স্ত্রী আনোয়ারা বেগম (৫৫)। ২৯ জুলাই সকাল সাড়ে ৭ টার দিকে মাতারবাড়ীর পুলিশ ক্যাম্পের এসআই শাহজাহান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে তাদের আটক করেছে। সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন থানার ওসি দিদারুল ফেরদৌস।
তিনি জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে। মাদকসহ সব ধরণের অপরাধে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।