
বৃষ্টি তুমি দাও মুছে দাও
আমার মনের দাগ-
অন্তর থেকে নাও ভাসিয়ে
স্মৃতি নামের সর্পনাগ।
বৃষ্টি তুমি আমার চোখে
শীতল ঘুমের পরশ আনো-
বৃষ্টি তুমি আমার বুকে
ভালোবাসার আঘাত হানো।
বৃষ্টি তুমি আমার কানে
মধুর কন্ঠে গান শুনাও
বৃষ্টি তুমি আমার হৃদয়ে
রঙিন কোনো স্বপ্ন জাগাও।
লেখক,
জাহেদুল ইসলাম
শিলখালী,পেকুয়া,কক্সবাজার।