
ললাটে লেখা সুখের রাজ্যে
দুখের চোরা কাঁটা,
মসৃণ পথে দহন ঘটে
দর্পণে মন ফাঁটা।
ভোরের আলো বিলুপ্ত প্রায়
স্মৃতির তালা আঁটা,
মনের কোণে জ্বালিয়ে দ্বীপ
নিদান কালে হাঁটা।
সন্ধানী চোখে ঘোমটা দিয়ে
সবই হলো ঘাটা,
প্রকৃত সুখ খুঁজতে গিয়ে
যৌবনে পড়ে ভাটা।
দিগন্ত রেখা ঝাপসা দেখি
আবির রঙে আঁকা,
আড়ালে রাখে টাকার বস্তা
পকেট থাকে ফাঁকা।
লুকানো ব্যথা প্রকাশ হলে
উড়বে শুধু টাকা,
মনের কালো ময়লা গুলো
বসনে রাখে ঢাকা।
মৃত্যুর ঘন্টা দিশারী হবে
কর্মের গুণে পাকা,
রঙিন স্বপ্ন সাধন হবে
গভীর চিন্তা আঁকা।
জ্যোৎস্না রাতে তারার ফাঁকে
নিশির শশী বাঁকা,
বিষাদে মন বিদীর্ণ হয়
খুঁড়িয়ে চলে চাকা।
জীবন যুদ্ধে বুকটা ফাঁটে
বীরের অশ্রু দেখে,
ইচ্ছেরা সব ভাবের বেশে
জনম ভরে শেখে।
কালের গর্ভে হারাবে মন
নিখুঁত চিন্তা এঁকে,
নিশির স্বপ্ন সার্থক হবে
কলঙ্ক যাবে ঢেকে।
হাজার প্রশ্ন বাতাসে ভাসে
কেউ-না কানে শোনে,
বনের পাখি গগনে উড়ে
সত্যের বীজ বোনে।
লেখক-
জে.এইচ জাহেদুল ইসলাম
শিলখালী, পেকুয়া, কক্সবাজার।