
বিনোদন প্রতিবেদকঃ
স্বপ্নদ্রষ্টা তরুণ পরিচালক শরণ চৌধুরী ও তারেক মুন্নার যৌথ পরিচালনায় শীঘ্রই মুক্তি পাচ্ছে মিউজিক ভিডিও একটু হাসি। চট্টগ্রাম নগরীর আনোয়ারা পালকির চরে মনোরম দৃশ্যে মিউজিক ভিডিও এর শুটিংটি সম্পন্ন হয়েছে। অনন্ত শান্ত এর কথায় এবং সালমান জুবায়েদের মিউজিক ও টিউন এ গানটি গেয়েছেন অনন্ত শান্ত এবং সাবরিনা আফরোজ। গানটির দৃশ্যধারণে ক্যামেরার পিছনে ছিলেন ফরহাদ। মেইক আপ ম্যান ছিলেন রিয়াদ। গানটিতে মডেল হিসেবে কাজ করেছেন অভীক ও সানজিদা। প্রোডাকশন ম্যানেজার ছিলেন সাগর। গানটির দৃশ্যধারণ করেছেন নির্মাতা ও নির্মাণ মাল্টিমিডিয়ার অফিসিয়াল নির্মাতা শরণ চৌধুরী এবং রেইন মাল্টিমিডিয়ার স্বত্বাধিকারী ও নির্মাতা তারেক মুন্না। গানটি সম্পর্কে নির্মাতা শরণ চৌধুরী ও তারেক মুন্না যৌথ বক্তব্যে বলেন, অসম্ভব সুন্দর কথার গান। অসাধারণ সুর-সংগীতায়োজন করেছেন মহান। দুর্দান্ত একটি কাজ হয়েছে। আমরা নির্মাণের সেরাটাই এতে দেওয়ার চেষ্টা করেছি। কতটুকু পেরেছি, দর্শকরাই বিচার করবেন। তবে এটা ঠিক যে, সবার ভালো লাগার মতো একটি গান হয়েছে ‘একটু হাসি’।’
গানটির সুর-সংগীতায়োজক সালমান জুবায়েদ বলেন, ‘গানের কথা ভালো হলে সুর-সংগীতায়োজন করতেও ভালোলাগা কাজ করে, যেটি এই গানের ক্ষেত্রে হয়েছে। বলতে পারেন, আমার তৈরি করা গানের মধ্যে অন্যতম সেরা একটি গান হতে যাচ্ছে ‘একটু হাসি’। এখন শ্রোতাদের ভালো লাগলেই কাজটি সার্থক হবে।’
সংগীত শিল্পী ও নির্মাণ মাল্টিমিডিয়া প্রোডাকশন হাউজের চীফ এক্সিকিউটিভ অফিসার অনন্ত শান্ত বলেন, ‘আমি খুবই এক্সাইটেড গানটি নিয়ে। সেইসঙ্গে অনন্ত শান্ত এ দেশের সংগীতে অনেক শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন। আশা করছি ‘একটু হাসি’ মন ছুঁয়ে যাবে শ্রোতাদের।’ গানটি মুক্তি পাবে নির্মাণ মাল্টিমিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে। এক বিশেষ সাক্ষাতকারে তিনি বলেন, নির্মাণ মাল্টিমিডিয়া সহ বিভিন্ন প্রোডাকশনের নাটকের আমি টাইটেল গানের কাজ করছি। তার কথা ও কন্ঠে টেডিবিয়ার লাভ এক্সপ্রেস সহ আরো বেশি কিছু নাটকে তিনি কাজ করছে বলে জানান।