
টেকনাফে অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে ২০ হাজার ইয়াবাসহ তিন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
আটককৃত মাদক পাচারকারীরা হলেন, উখিয়া কুতুপালং ক্যাম্প এর মৃত হোসেন আলীর ছেলে মোঃ নসুরুল্লাহ, থাইংখালী রোহিঙ্গা ক্যাম্পে মৃত রমিদুল্লাহ ছেলে মোঃ নইমুল্লাহ, বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের নুরু সালামের ছেলে মোঃ শফিক।
বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম হায়াত ইবনে সিদ্দিক বিএন বলেন, ১৩ সেপ্টেম্বর রবিবার ভোর রাতে টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট আমিরুল হক এর নেতৃত্বে টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া এলাকায় তিন জন পথচারীকে সন্দেহ হলে তাদেরকে তল্লাশী করার জন্য থামানো হয়। এসময় তাদের সাথে থাকা একটি আলুর বস্তা হতে ১০ হাজার পিস ও তাদের দেহ তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
তিনি বলেন, জব্দৃকত ইয়াবা ও আটককৃত ইয়াবা পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ কোস্ট গার্ড এর আওতাভুক্ত এলাকা সমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন রোধে কোস্ট গার্ডের জিরো নীতি অবলম্বন করে, নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।
সিবিকে।