
জালাল উদ্দীনঃ
পেকুয়ায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের হলরুমে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোতাছেম বিল্যাহ।
প্রধান অতিথির বক্তব্য রাখেন – পেকুয়া-চকরিয়ার সাংসদ জাফর আলম বি এ অনার্স এম এ, উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর অালম, জেলা অা’লীগের উপদেষ্টা এড. কামাল হোসেন, উপজেলা অা’লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির অাহ্বায়ক অাবু হেনা মোস্তফা কামাল,সদস্য সচিব আবুল কাশেম, সহকারী কমিশনার(ভুমি) মিকি মারমা, পেকুয়া থানার প্রতিনিধি এস আই আতিক, ভাইস মহিলা ভাইস চেয়ারম্যন উম্মে কুলসুম মিনু, ভাইস চেয়ারম্যান আজিজুল হক, সাংবাদিক জহিরুল ইসলাম, চেয়ারম্যান শহিদুল ইসলাম,মাহাবুব ছিদ্দিকী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সালামত উল্লাহ, রিপোর্টার্স ইউনিটি পেকুয়ার উপদেষ্টা সাংবাদিক এস.এম হানিফ, রিপোর্টার্স ইউনিটি পেকুয়ার সহসভাপতি সাংবাদিক জালাল উদ্দিন।উপজেলা শ্রমিক লীগের সভাপতি এইচ এম নুরুল আবচার,সম্পাদক এস এম সাহাদত হোসেন,উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সুমন বিশ্বাস, হিন্দু-বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ কুমার সুশীল প্রমুখ। সাংবাদিক জালাল তার বক্তব্যে উজানটিয়ার বিচ্ছিন্ন দ্বীপ করিয়ারদিয়ার সাথে উজানটিয়ার সংযোগ ব্রীজটি দ্রুত বাস্তবায়নের জন্য,উপজেলার সন্নিকঠে কহলখালি খালের আবর্জনামুক্ত রাখতে, উপজেলার ৩টি ইউনিয়ন টইটং,বারবাকিয়া ও শীলখালী পাহাড়ি এলাকার বসবাসকারী সাধারণ লোকদের ডাকাত ও সন্ত্রাসীদের কবল থেকে রক্ষায় এগিয়ে আসতে মাননীয় সাংসদ ও উপজেলা প্রশাসনের কাছে অনুরোধ জানান এবং বারবাকিয়া,টইটং ও শীলখালী থেকে গাছ,বালু পাচারের বিরুদ্ধে পাহাড়ি সন্ত্রাসী আলমগীর ও জাহাঙ্গীর,গিয়াস উদ্দিন ডাকাত জাবের, দা নাছির,আবদুল খালেক ও আবদুল হামিদকে দ্রুত আইনের আওতায় আনার দাবী জানান।
এসময় অাইন শৃংখলা কমিটির সদস্যদের বক্তব্যের জবাবে মাননীয় এমপি জাফর আলম বলেন, অপরাধী যতবড় শক্তিশালী হউক তাকে আইনের আওতায় আনতে এবং পেকুয়ার বিভিন্ন রাস্তার খানা-খন্দক মেরামত, পেকুয়া বাজার এবং চৌমুহনীর যানজট নিরসনে দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। বিভিন্ন মামলার আসামীদের, মাদক বিকিকিনি ও সেবনকারীদের বিরুদ্ধে জোরদার অভিযান পরিচালনার জন্য পেকুয়ার পুলিশ প্রশাসনকে তাগাদা দেন। দূর্নীতি ও পরিবহণ সেক্টরে চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য উপস্থিত সাংবাদিকদের প্রতি আহবান জানান। সর্বপরি পেকুয়ার অাইন শৃংখলা অারো উন্নত করতে সকলের সহযোগীতা কামনা করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বারবাকিয়ার চেয়ারম্যান এইচ এম বদিউল আলম, রাজাখালী চেয়ারম্যান ছৈয়দনুর,মহিলা বিষয়ক কর্মকর্তা আলমগীর কবির, টি এইচ ছাবের হোসেন, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম দিদারুল করিম,উজানটিয়া আওয়ামীলীগের সভাপতি এম তোফাজ্জল করিম, জি এম সি ইনষ্টিটিউশনের প্রধান শিক্ষক জহির উদ্দিন,হোসনে আরা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা আলী প্রমূখ।
সভার সভাপতি ও নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোতাছেম বিল্যাহ সবার বক্তব্য ধৈর্য্যসহকারে শুনে জরুরীভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন এবং পেকুয়াকে মডেল উপজেলায় রূপান্তরিত করতে উপস্থিত সকলের সহযোগিতা কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।