
বিশেষ প্রতিবেদক:
পেকুয়ায় দেবর তারেকুল ইসলামের পিটুনিতে হাসপাতালে শয্যাশায়ী ভাবী নুরুন্নিসা (২৮) । আহতকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে ভর্তি করেছে। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার ফাবিহা মেহজাবিন আহত নুরুন্নিসার শারিরীক অবস্থা গুরুতর বলে জানান। ঘটনাটি ঘটেছে ২৭ শে সেপ্টেম্বর রবিবার সকাল ৯টায় উপজেলার সদর ইউনিয়নের পূর্ব গোঁয়াখালী এলাকায় শিশুদের মধ্যে ঝগড়ার রেশ ধরে নির্মম এ হামলা চালায় উশৃংখল দেবর তারেকুল ইসলাম। আহত নুরুন্নিসা (২৮) একই এলাকার শফি আলমের স্ত্রী এবং হামলাকারী তারেকুল ইসলাম ফোরুখ আহমদের ছেলে।
আহত গৃহবধু নুরুন্নিসার স্বামী শফি আলম জানান, গত দুয়েকদিন আগে ছোট ছোট শিশুদের মধ্যে ঝগড়ার অজুহাতে বখাটে তারেক অতর্কিতভাবে আমার স্ত্রীকে তলপেটে লাথি, কিল ও গালাটিপে মেরে ফেলতে চেয়েছিল। প্রতিবেশীরা দ্রুত এগিয়ে এসে উদ্ধার না করলে ঘটনাস্থলেই আমার স্ত্রী মারা যেত। আমি সন্ত্রাসী তারেকুল ইসলামের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছি।
পেকুয়া থানার ওসি সাইফুর রহমান মজুমদার বলেন, ঘটনার বিষয়ে সংবাদ পেয়েছি তবে এখনো লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।