
নিজস্ব প্রতিবেদক, চকরিয়াঃ
২৮ সেপ্টেম্বর জাতির পিতা বঙ্গবন্ধুকন্যা ও আওয়ামীলীগ সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৭৪তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন চকরিয়া উপজেলার উপকুলীয় ইউনিয়ন বদরখালীর গণমানুষের নেতা সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ নুরে হোছাইন আরিফ।
শুভেচ্ছা বিবৃতিতে নুরে হোছাইন আরিফ বলেন, ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর দেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারে শেখ হাসিনার জন্ম। শৈশব থেকেই তিনি বাঙালি জাতির অবিসংবাদিত নেতা স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দষে সংগ্রামী জীবন এবং দেশ ও গণমানুষের রাজনীতি করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন প্রজ্ঞাবান রাজনৈতিক, বিচক্ষণতা, গতিশীল নেতৃত্ব, মানবিক মূল্যবোধ দিয়ে তিনি শুধু দেশেই নন, বিশ^পরিম-লেও সেরা রাষ্ট্রনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।মা, বাবা, ভাইসহ আপনজনদের হারানো বেদনা বুকে ধারণ করে নানা প্রতিকূলতা সত্ত্বেও তিনি বাংলাদেশকে উন্নতশীল দেশে উন্নীত করার কাজ চালিয়ে যাচ্ছেন। সেইজন্য তাকে বিভিন্নসময় চরম প্রতিকূল পরিবেশে নির্বাসিত জীবন কাটাতে হয়। গ্রেনেড হামলাসহ বহুবার শেখ হাসিনার ওপর হামলা হয়েছে। মহান আল্লাহর অশেষ রহমতই তাকে সব বিপদ থেকে রক্ষা করেছে। ’এরপরও তিনি দেশবাসিকে অনেক দিয়েছেন, দিয়ে যাচ্ছেন।