বিএনপি-জামাত চক্র নেত্রীকে বারবার হত্যাচেষ্টা চালিয়েছে, মহান আল্লাহ সহায় ছিল বলে বেঁচে আছেন- এমপি জাফর

নিজস্ব প্রতিবেদকঃ
পেকুয়া উপজেলা আ’লীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে খতমে কোরআন, দোয়া মাহফিল ও কেক কেটে ঝাঁকজমকভাবে দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করা হয়েছে।
সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত খতমে কোরআন, দোয়া মাহফিল ও বিকালে আলোচনা সভার আয়োজন করা হয়। বিকাল ৪টার দিকে পেকুয়া উপজেলা আ’লীগ কার্যালয়ে উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আবুহেনা মোস্তফা কামালের সভাপতিত্বে ও সদস্য সচিব আবুল কাসেমের সঞ্চালনায় ৭৪ তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চকরিয়া-পেকুয়ার সাংসদ জাফর আলম।
তিঁনি বলেন, বিএনপি-জামাত চক্র নেত্রীকে বারবার হত্যাচেষ্টা চালিয়েছে, মহান আল্লাহ সহায় ছিল বলে বেঁচে আছেন। আমরা যারা দলীয় নেতাকর্মী সবাইকে মনে রাখতে হবে ঐক্যবদ্ধ হয়ে সকল চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী যেকোন নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। মনে রাখতে হবে জননেত্রীর সম্মানহানী হয় এমন কোন কাজ যাতে না হয়।
সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম মিনু, সাংবাদিক জহিরুল ইসলাম, এম আজম খান, চেয়ারম্যান শহিদুল ইসলাম চৌধুরী,তোফাজ্জল করিম, চেয়ারম্যান ছৈয়দ নুর,ওয়াহিদুর রহমান ওয়ারেছি, আবুল হোছাইন শামা, বেলাল উদ্দিন, রশিদ আহমদ, রাজাখালী আ’লীগের সম্পাদক নাছির উদ্দিন, যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ বারেক, শ্রমিকলীগের সভাপতি নুরুল আবছার, সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন, ছাত্রলীগের সভাপতি কপিল উদ্দিন বাহাদুর ও নাছির উদ্দিন প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন,বশির আলম, কামাল হোছাইন,খানে আলম, খলিলুর রহমান, শাহাজামাল, জিয়াবুল হক জিকু, আফতাব উদ্দিন বাবুল, সরওয়ার কামাল,কামাল হোসেন,রসিদ আহমদ,বাহাদুর উপজেলা যুবলীগ নেতা আবদুল করিম,হোসাইন মোহাম্মদ বাদশা,মহিউদ্দিন,মনছুর আলম,আফতাব উদ্দিন,জয়নাল আবেদীন,মামুনুর রশীদ,মির্জা বাহাদুর,হারুন সোলতান,মোহাম্মদ হোসেন,শহিদুল ইসলাম শাহেদ খোরশেদ আলম,হোসাইন,শাহাদত,ছাত্রলীগনেতা জকরিয়া,আমিনুর রশীদ,মনসুর আলম নানক,মাঈন উদ্দিন,ইমরান সালাহ উদ্দিন,এরফান। এছাড়াও ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা আ’লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভার সভাপতির বক্তব্যে আবুহেনা মোস্তফা কামাল প্রধানমন্ত্রীর কর্মময় জীবনের আলোকপাত করে প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করে বলেন, প্রধানমন্ত্রীর নেয়া বড় বড় মেগা প্রকল্পের বাস্তবায়নের এ ধারা অব্যাহত রাখতে এবং দলের নিবেদীত কর্মীদের নেতৃত্বের সুযোগ করে দিতে সংগঠনকে নিয়মতান্ত্রীকভাবে পরিচালিত করে ঐক্যবদ্ধভাবে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ ইউনিয়নে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে সর্বাত্মক সহযোগিতার আহবান জানান।
এর আগে সাংসদ জাফর আলম পেকুয়া উপজেলা মহিলা আ’লীগের উদ্যোগে আয়োজিত জননেত্রী শেখ হাসিনার জন্মবার্ষিকী অনুষ্টানের খতমে কোরআন ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
উপজেলা মহিলা আ’লীগের সভাপতি মর্জিনা আক্তারের সভাপতিত্বে ও সম্পাদক ছেনুয়ারার পরিচালনায় উক্ত অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম মিনু।