
রামু জোয়ারিয়ানালাতে বশির আহাম্মদ নামে এক যুবককে মারধর ও ছুরিকাঘাত করে আরটিয়ার মোটর সাইকেল চিনিয়ে নেই ছিনতাইকারীরা। এই ব্যাপারে ২ জনকে অভিযুক্ত করে ২/৩ জনকে অজ্ঞাত নামা আসামি করে রামু থানায় এজাহার দাখিল করেছে জোয়ারিয়ানালা ইউনিয়নের পূর্ব মুরাপাড়া এলাকার বশির আহাম্মদের স্ত্রী আয়েশা সিদ্দিকা।
রামু থানার এজাহার সূত্রে জানা যায়, ২৭ মে রাত ১০ টার সময় বশির আহাম্মদ নিজ বাড়ি পূর্ব মুরাপাড়া থেকে আরটিয়ার মোটরসাইকেল চালিয়ে জোয়ারিয়ানালা স্টেশনে আসর সময় পথিমধ্যে একই এলাকার জাগির হোসেনের ছেলে রবিউল আলম রবি, আবুল খায়েরের ছেলে আজিজ সহ অজ্ঞাত ২/৩ জন ছিনতাইকারী রাস্তারোধ করে বশির আহমদ কে অকথ্য ভাষায় গালিগালাজ করে ধারালো ছুরি, লোহার রড়, লাঠিসোটা দিয়ে মারধর করে শরীরের বিভিন্ন অংশে জখম করে গুরুতর আহত করে। বশির আহাম্মদের শোর চিৎকার শুনিয়া এলাকা লোকজন আগায়ে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়, এলাকাবাসী বশির কে উদ্ধার করে প্রথম রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করে, বশির আহাম্মদ বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে রামু থানা পুলিশ।ছিনতাইকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি দাবি জানিয়েছেন বশিরের স্ত্রী আয়েশা সিদ্দিকা ।
সিবিকে