
নিজস্ব প্রতিবেদকঃ
পেকুয়ায় বৃক্ষ রোপন ও চারা গাছ বিতরণ করেছে নূর-আয়েশা খান ফাউন্ডেশন। শিক্ষার প্রসার, মেধার লালন ও সামাজিক উন্নয়নের পাশাপাশি চলতি বর্ষার মৌসুম সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবছরও এ কার্যক্রম শুরু করেছে ওই ফাউন্ডেশন।
মঙ্গলবার বিকেল ৪টায় ফাউন্ডেশনের চেয়ারম্যান ইসমাঈল খানের নিজস্ব বাসভবনের অস্থায়ী কার্যালয়ে চারা রোপনের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন। ফাউন্ডেশনের পক্ষে কয়েক শত ফলজ, বনজ ও ঔষুধী গাছের চারাসহ বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করা হয়েছে।
করোনার ভয়াবহ এই পরিস্থিতিতে সরকারি বিধি মালা ও স্বাস্থ্যবিধি মেনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ ইসমাঈল খান সৌদি আরব থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের (ভার্চুয়াল) মাধ্যমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও নূর-আয়েশা খাঁন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা এস এম তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, উপদেষ্টা ও পেকুয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম দিদারুল করিম, এডভোকেট সাইফুল ইসলাম, প্রবাসী বিষয়ক সদস্য মোঃ মোস্তফা, ওমর ছিদ্দিক ও ফাউন্ডেশনের উপ-প্রধান সমন্বয়ক আব্দুল হামিদ।
সমন্বয়ক আরিফুল ইসলামের পরিচালনায় চারা গাছ বিতরণ অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, সদস্য মিনহাজ উদ্দিন চৌধুরী, ম. ফ. ম জাহেদুল ইসলাম, দেলোয়ার হোসেন ও ইলিয়াস আল বারী প্রমূখ।